রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে বিষয়টি দেখা দরকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ম মাফিক নিয়মিত কয়লা সরবরাহ না নেওয়ায় বড়পুকুরিয়ার খনি থেকে স্বাভাবিক কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে।

জানা গেছে,ভূগর্ভ থেকে  উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট  তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ম মাফিক নিয়মিত কয়লা সরবরাহ না নেওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ড পরিপূর্ণ হওয়ায় কয়লা মজুদ রাখার সমস্যার কারণে খনির কয়লা উত্তোলনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চলতি সালের ০৩ আগষ্ট হতে খনির ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কয়লা উত্তোলন অব্যাহত রয়েছে। চলতি সালের অক্টোবর মাস পর্যন্ত এই ফেইস হতে প্রায় ৩ লাখ ৬৪ হাজার টন কয়লা উত্তোলিত হয়েছে এবং চলতি সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আরো প্রায় ১ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলিত হবে বলে আশা করা হচ্ছে।
ভূগর্ভ থেকে উত্তোলিত কয়লা সংরক্ষণের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ৩ টি কোল ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ১ টিতে  সেডিমেন্ট কোল সংরক্ষণ করা হয়েছে। অপর ২ টি কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা প্রায় ২ লাখ টন। বর্তমানে সেখানে প্রায় ২ লাখ ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। বিসিএমসিএল এর কোল ইয়ার্ড কয়লা দ্বারা পরিপূর্ণ হওয়ায় কয়লা সংরক্ষণের আর কোন জায়গা নেই। চলমান ১৪১৪ ফেইস থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫ শ’ থেকে ৫ হাজার টন হারে কয়লা উত্তোলিত হচ্ছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিট যথাযথ ভাবে পরিচালিত না হওয়ায় চলতি সালের আগষ্ট মাস মাস থেকে তারা গড়ে দৈনিক ২ হাজার টন থেকে ২ হাজার ৫ শ’ টন করে কয়লা সরবরাহ নিচ্ছে। অথাৎ বিসিএমসিএল এর কোল ইয়ার্ডে প্রতিদিন প্রায় ২ হাজার ৫শ’ টন করে কয়লা জমা হচ্ছে। নিয়ম মাফিক দ্রুত কয়লার সরবরাহ গ্রহণ করার জন্য বিসিএমসিএল কর্তৃক চলতি সালের ০১ অক্টোবর এবং ২৩ আক্টোবর পত্র দ্বারা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে মৌখিক ভাবেও জানানো হয়েছে।

জানা যায়,খনি থেকে উত্তোলিত কয়লা বিসিএমসিএল এর কোল ইয়ার্ডে সংরক্ষণ করা সম্ভব না হলে কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হবে। চলমান ১৪১৪ ফেইসের স্বাভাবিক কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হলে বিসিএমসিএল এবং চীনা কনর্সোটিয়ামের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতিবন্ধকতা সহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। অপরদিকে ফেইসটিতে ক্ষতি কারক গ্যাস নিঃসরণ সহ কয়লার স্বতঃস্ফূর্ত প্রজ্বলনের আশংকা দেখা দিবে।

একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে,বড়পুকুরিয়ার কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অন্য দুইটি ইউনিট চালু রয়েছে। এর মধ্যে বর্তমানে ১ নন্বর ইউনিটে ৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক  (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,পরিকল্পনা মাফিক কাংখিত পরিমাণ কয়লা খনি থেকে উত্তোলিত হচ্ছে। কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়মিত  কয়লা গ্রহণ না করায় কয়লা উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com