মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি  -২

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে  অনিয়ম দুর্নীতি  -২

দায়সারা ভাবে চলছে সংস্কার কাজ   

বজ্রকথা থেকে সুলতান আহমেদ সোনা।–  রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রথম মহাবিদ্যালয় শাহ আব্দুর রউফ কলেজ।

এই কলেজ প্রতিষ্ঠালাভ করেছে ১৯৭০ সালে। স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিক, সমাজ সেবকরা মিলে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

শাহ আব্দুর রউফ কলেজটি সরকারিকরণ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে ০৮/০৮/২০১৮ তারিখে।

বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম করণ করা হয়েছে “ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ”।

যেহেতু আওয়ামীপন্থিদের উদ্যোগ এই কলেজ সরকারি করণ করা হয়েছে  সেহেতু প্রতিষ্ঠানটিকে ভিতর ও বাহির থেকে  এখন পর্যন্ত  নিয়ন্ত্রণ করে আসছেন, স্থানীয় আওয়ামীপন্থি শিক্ষকরা।

যদিও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তার পরেও এখন পর্যন্ত কলেজটিতে আওয়ামী লীগপন্থীদের প্রভাব রয়েগেছে।

অভিযোগ রয়েছে ১৯৮৪ সালের দিক থেকে এই কলেজটিতে অনিয়ম ,দুর্নীতির ডালপালা বিস্তার লাভ করতে থাকে এবং সরকারী  করণের পূর্ব মুহুর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। অভিযোগ রয়েছে, বিগত দিনে এই প্রতিষ্ঠানটিকে কামধেনুর মত দোহন করেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা।

এদিক সরকারি হবার পরেও কলেজের সমস্যা, নানা সংকট, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় কলেজের উন্নয়ন বা সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।

শিক্ষকদের একটি পক্ষ অভিযোগ করেছেন, পুরাতন একাডেমিক ভবন সংস্কারের জন্য বরাদ্দকৃত ২০ লাখর কি কি কাজ হবে তা স্পষ্ট নয়।ছাত্র ও শিক্ষকরা সিটিজেন চাটার টানানোর দাবী জানিয়েছে।

জানা গেছে,কাজটি পেয়েছে“ জয় এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারী প্রতিষ্ঠান, যার সত্তাধীকারী বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ছায়াদৎ হোসেন বকুল। কিন্তু কাজটি করছেন কলেজের  স্থানীয় এক শিক্ষক। অভিযোগ উঠেছে দায়সারাভাবে চলছে সংস্কার কাজ। বিষয়টি দেখা দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com