রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- রংপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, রংপুর মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ২৮ নং ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সভাপতি, সাবেক সিবিএ সভাপতি এবং পানি উন্নয়ন বৌর্ডের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার জালাল উদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার দুপুর ১২টায় তিনি রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য দলীয় নেতাকর্মী-শুভাকাংঙ্খী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ আসর নগরীর আশরতপুর এসআর হোসেন প্রাইমারি স্কুল মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের শালমারা এলাকায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply