পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জে নারী জাগরণে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব পালিত হয়েছে।
২১ নভেম্বর/২৪খ্রি: বৃহস্পতিবার নবান্ন উৎসবে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও কলেজের এড হক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উননবী চৌধুরী পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরী কৃত বিভিন্ন ধরনের পিঠা উৎসব স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার বক্তব্যে বলেন, এ নবান্ন উৎসবে আমি অভিভূত এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পিঠাও বেশ সুস্বাদু। রংপুর জেলা বিএনপির আহবায়ক ও সভাপতি সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, এ উৎসব খুবই সুন্দর হয়েছে এ জন্য কলেজের অধ্যক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে আগামীতে এই প্রতিষ্ঠানটিকে কি ভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। নবান্ন উৎসব অনুষ্ঠানটি দিনভর ছিল উৎসব মুখর এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণে দিনব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply