অতিথিরা আলোচনায় বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারার ব্যর্থতা শুধু রাজনৈতিক দলগুলোর একার নয়। সচেতন ও সংগঠিত জনগোষ্ঠী গড়ে তুলতে না পারার পাশাপাশি ন্যায় অধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের সোচ্চার ভূমিকা না থাকায় বার বার গণতান্ত্রিক ধারা হোঁচট খেয়েছে। ভোট দেওয়া বা ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। জবাবদিহিতাও সৃষ্টি করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যহত হতে দেয়া যাবে না। জনগণকে সংবিধান, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক চর্চার ব্যাপারে সজাগ সচেতন হতে হবে।
বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা থেকে নব্বই হয়ে সবশেষ চব্বিশের আন্দোলনের স্প্রীটকে ধারণ করে সত্যিকারের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা সম্মান সমুন্নত রেখে ন্যায্যতা ও সম্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবার আগে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি তরুণদেরকে এনিয়ে সামাজিক আন্দোলন করার আহ্বান জানান বক্তারা।
নাগরিকত্ব অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অলিম্পিয়াডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, সরকারি আজিজুল হক কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেরা ১০ এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর কারমাইকেল কলেজের নসিবুল হাবিব নিশীথ, ১ম রানার-আপ সরকারি আজিজুল হক কলেজের মো. ইবনে বরাত এবং ২য় রানার আপ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মল্লিকা রানী। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
Leave a Reply