সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দোকান কর্মচারি লাবলু ভূয়া আত্মীয় সম্পর্কে সংবাদ সন্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

রংপুর  থেকে সোহেল রশিদ।- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত রংপুরের হারাগাছ পৌরসভার মোল্লাটারি এলাকার দোকান কর্মচারী লাবলু মিয়া হত্যাকান্ডের ঘটনায় দুখু মিয়া নামের ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই ঘটনায় মামলার প্রথম বাদি ডালু মিয়া।
২৫ নভেম্বর/২৪খ্রি:  সোমবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন নিহত লাবলু মিয়ার ছোট ভাই ডালু মিয়া।  সংবাদ সম্মেলনে ডালু বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিছিলে গিয়ে গত ৫ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের রবীন্দ্র স্মরনির আর্মি কমপ্লেক্সের উত্তরপার্শ্বের পাকা রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় মারা যান তার আপন বড়ভাই লাবলু মিয়া। এ ঘটনায় তিনি গত ২২ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করেন।
সংবাদ সম্মেলনে ডালু মিয়া জানান, আমার ভাইয়ের নিহত হওয়ার ঘটনা নিয়ে  গত ৩১ আগস্ট ফুফাত ভাই দাবি করে দুখু মিয়া নামের এক ব্যক্তি মৃতের স্থান পরিবর্তন উত্তরা পূর্ব থানায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে ২২২ জনের নাম উল্লেখ করে ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করেন। এরপর দুখু মিয়া টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নাম এফিডেভিট করে বাণিজ্য শুরু করেছেন। যার মধ্যে অধিকাংশ আসামী হারাগাছ পৌরসভা, কাউনিয়া উপজেলাসহ রংপুরের।এ বিষয়ে দুখু মিয়ার বিরুদ্ধে মানুষকে প্রতারণা করে মামলা বাণিজ্যের অভিযোগ এনে ডালু মিয়া আদালতে গত ১৭ নভেম্বর মামলা করেন। কিন্তু তার পরেও দুখু মিয়া ওই মামলার নামে বাণিজ্য অব্যাহত রেখেছেন।
সংবাদ সম্মেলনে ডালু মিয়া বলেন, আমার ভাই হত্যাকান্ডের ঘটনার ন্যায় বিচারের জন্য ভূয়া মামলার বাদি দুখু মিয়াকে গ্রেফতার এবং আমার ভাই হত্যার সাথে জড়িত আওয়ামীলীগ নেতাকর্মীসহ প্রশাসনের লোকজনের দ্রুত গ্রেফতার ও  বিচারের দাবি জানান।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাভলু মিয়ার স্ত্রী নুরনাহার বেগম, বড় মেয়ে লাইজু বেগম ছোট মেয়ে লিজা বেগম ও ছেলে নুর হাবিব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com