সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

রংপুরে ভোজ্যতেল আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ক্যাবের মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
রংপুর থেকে  বজ্রকথা  প্রতিবেদক।- রংপুরে আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন, র‌্যালী ও স্মারকলিপি প্রদান করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর জেলা কমিটি।
৪ ডিসেম্বর/২৪ খ্রি: বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম আমিরুল ইসলাম রাজু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ক্যাব রংপুরের সদস্য ফরহাদ হোসেন ও সাবেদুল ইসলাম। সঞ্চালনা করেন ক্যাব রংপুরের সহ-সভাপতি জসিম উদ্দিন।
মানববন্ধনে বক্তারা, অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার মনিটরিং, টিসিবির ট্রাকসেল বাড়ানো, টিসিবির ১ কোটির পরিবর্তে দেড়কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে পণ্য প্রদানসহ আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রেতাদের আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধন শেষে আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে জাহাজকোম্পানী মোড় হয়ে পূণরায় প্রেসক্লাবে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আলু পেঁয়াজের দাম কমানো ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com