বজ্রকথা প্রতিবেদক।– ১২ ডিসেম্বর/২৪খ্রি: বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় পীরগঞ্জের গ্রিন হার্ট গার্ডেন স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সহিদুল ইসলাম সেবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আজমগীর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ডাঃ একরামুল হক, উপ-সহকারী মেডিকেল অফিসার পীরগঞ্জ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খালাশপীর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এ এইচ এম মোসাদ্দেক হোসেন লাবু, ডিজিটাল গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সেলিম আহমেদ, বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম মিঠু, পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জালাল উদ্দিন মানিক, ইউপি সদস্য মোঃ মনোয়ার হোসেন মনু প্রমুখ।
অনুষ্ঠানটি ছন্দে ছন্দে উপস্থাপন করেন গোবর্ধানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর। অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শেষ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার, সনদপত্র প্রদান করা ও বৃত্তির অর্থ দেয়া হয় এবং উপস্থিত সকলের হাতে প্যাকেট খাবার তুলে দেয়া হয়।
Leave a Reply