সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

দেশ ও সারা বিশ্বের শান্তি কামনায়  পীরগঞ্জে লীলা কীর্তন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– প্রতি বছরের মত এবারো রংপুরের পীরগঞ্জ উপজেলায় অষ্ট প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।পীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর কমিটির আয়োজনে, পৌর সভার প্রজাপাড়ায় কালী মন্দির প্রাঙ্গনে ১৩ ডিসেম্বর/২৪ খ্রি: শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৫৬তম এই  লীলা কীর্তন  ।

এই  অনুষ্ঠানে পালা পরিবেশন করছেন, নওগা জেলার কীর্তনীয়া শ্রী প্রশান্ত পাল ও তার দল, বগুড়া জেলা থেকে শ্রী খোকন দেব নাথ ও তার দল, রংপুর জেলার পীরগঞ্জ থেকে শ্রী হৃদয় পাল ও তার দল এবং বদলগাছী থেকে শ্রী মিঠুন কুমার মহন্ত ও তার দল।

১৪ ডিসেম্বর শনিবার ভোরে অনুষ্ঠানের সমাপ্তি  ঘটবে বলে জানা গেছে।  এই লীল কীর্তনে পীরগঞ্জ ও পাশ্ববর্তি সাদুল্যাপুর, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, মিঠাপুকুর ও সাদুল্যাপুর উপজেলা থেকে প্রায় সহস্রাধীক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। আয়োজক কমিটি ভক্তদের জন্য বিরতিহীন ভাবে প্রাসাদ বিতরনের ব্যবস্থা রেখেছে। কীর্তন উপলক্ষ্যে হরিবাসর প্রাঙ্গনে এবারো মেলা বসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com