বজ্রকথা প্রতিবেদক।– দক্ষিন এশিয়ার সাহিত্য- সংষ্কৃতি বিষয়ক সংগঠন এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার “এফসাকল” এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকার সময় পীরগঞ্জের ডিএসসি হলে সংগঠনটির সহ-সভাপতি একেএম আমিনুর রহমান এর সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসি বিজনেস কোম্পানী লিঃ এর সম্মানিত চেয়ারম্যান , পীরগঞ্জ থেকে প্রকাশিত বজ্রকথা সংবাদপত্রের উপদেষ্টা সভাপতি এজেএম সিরাজুল ইসলাম। এফসাকল এর উপদেষ্টা ডাঃ মাছুদার রহমান সরকার, এফসাকল এর জেনারেল সেক্রেটারী, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, এফসাকল এর অর্থ বিষয়ক সম্পাদক বালুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদেকুল ইসলাম।
সাংবাদিক রেজাউল কমির এর সঞ্চালনায় সভা শুরুতে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত অতিথি ও সদস্য/সদস্যাগণ বক্তব্য রাখেন । শেষে এফসাকল ওমেন্স ফেরামের মেয়াদ শেষ হওয়ায় ২০২৫-২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে মোছা: ফেরদৌসি বেগমকে সভাপতি এবং আলেফা বেগমকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
Leave a Reply