শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

বন্যায় রংপুর অঞ্চলে মৎস্য খাতে ১৫ কোটি টাকার ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ বার পঠিত

রংপুর প্রতিবেদক।-  রংপুর অঞ্চলে বন্যায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন শত শত মৎস্য চাষি। এদিকে মৎস্য বিভাগ বলছে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদেও তালিকা করা হয়েছে। তাদের কারিগরী সহযোগিতা করা হবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, বিভাগের ৫ জেলায় বন্যায় মাছ ও অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৪ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার টাকা। পানিতে ভেসে গেছে ৬৮৭ দশমিক ৮৫ হেক্টর পুকুরের মাছ এবং পোনা উৎপাদনকারী ৪ হাজার ৩৭৬টি পুকুর। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষির সংখ্যা ৩ হাজার ৭০৫ জন। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় অনেক মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মৎস্য অধিদফতর রংপুর বিভাগ সূত্রে জানা গেছে, তিন দফা বন্যায় পাঁচ জেলার ২৯ উপজেলার ৩ হাজার ৭০৫ জন পুকুর মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে ভেসে গেছে ৬৮৭ দশমিক ৮৫ হেক্টর পুকুরের মাছ এবং পোনা উৎপাদনকারী ৪ হাজার ৩৭৬টি পুকুর। ভেসে গেছে ৯৪৬ দশমিক ৯০ মেট্রিক টন মাছ এবং ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার পোনা।
সবচেয়ে ক্ষতি কুড়িগ্রাম জেলায় ৪শ’ ৫৪ দশমিক ৮৫ হেক্টর আয়তনের ২ হাজার ৯৪৩ টি ছোট বড় পুকুরের মাছ এবং পোনা ভেসে গেছে। অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩৮ লাখ ৯৩ হাজার টাকা। ক্ষতি ৭ কোটি ৯২ লাখ ৫৩ হাজার টাকা।
গাইবান্ধা জেলায বন্যায় ভেসে গেছে ১৬৯ হেক্টর আয়তনের ৯৪৩টি পুকুরের মাছ এবং পোনা। অবকাঠামোগত ক্ষতির পরিমাণ হচ্ছে ১৭ লাখ টাকা। ক্ষতির পরিমাণ ৪ কোটি ৩৯ লাখ টাকা।
লালমনিরহাট জেলায় বন্যায় ভেসে গেছে ২২ দশমিক ৮৩ হেক্টর আয়তনের ২৬৩ টি পুকুরের মাছ এবং পোনা। অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৪৪ লাখ ৫০ হাজার টাকা। ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকা।
নীলফামারীতে বন্যায় ভেসে গেছে ২১ দশমিক ৩৭ হেক্টর আয়তনের ৯৮ টি পুকুরের মাছ এবং পোনা। ক্ষতির পরিমাণ ৬২ লাখ ৪৫ হাজার টাকা।

রংপুর জেলায় বন্যায় ভেসে গেছে ১৯ দশমিক ৮০ হেক্টর আয়তনের ১২৯ টি পুকুরের মাছ। অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩ লাখ ৮০ হাজার টাকা। ক্ষতি ২৩ লাখ ৫০ হাজার টাকা।
পীরগাছার বীরাহিম গ্রামের মৎস্য চাষি সফর উদ্দিন জানান, বন্যায় তার দুটি পুকুরের মাছ ভেসে গেছে।
গংগাচড়া সদর মৎস চাষি তারিক হাসান জানান, পুকুরে কার্প মিশ্র জাতের ছেড়েছিলেন। প্রথম বন্যায় পুকুরের মাছ ভেসে গেছে। পুকুরের চারিদিকে জাল দিয়েও কোনো লাভ হয়নি।
মৎস্য অধিদফতর রংপুর বিভাগের সহকারি পরিচালক ফয়সাল আযম জানান, বন্যায় বিভাগের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com