রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

রংপুরে ভিপি নুর যা বলেছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ ।-  গণআধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন,২০২৪ এর জুলাই এর  গণঅভ্যুত্থানের স্প্রিট যেই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি,যারা এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই। এ দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কবর রচনা হয়েছে।
শুক্রবার  ১৭ জানুয়ারি/২৫খ্রি: দুপুরে রংপুর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
রংপুর জেলা ও মহানগর গণঅধিকার  পরিষদের কার্যালয়ের  উদ্বোধন উপলক্ষে সভাপতিত্ব করেন জেলা সভাপতি(ভারপ্রাপ্ত)  শের এ খোদা আসাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন,গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও মুখপাত্র মো ফারুক হাসান,জেলা সদস্য সচিব আশিকুর রহমান আশিক।
নুরুল হক নুর বলেন, গণধিকার পরিষদ বাংলাদেশের ব্যতিক্রমী একটি রাজনৈতিক দল। সেনা সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের আনুগত্য কোন দল নয়। গণধিকার পরিষদ আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া একটি দল। পুরনো রাজনৈতিক বন্দোবস্তো রেখে আগামীর নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার। তাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
তিনি বলেন,বিগত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যে দুঃশাসন সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছিল।যার ফলে এই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সকল বৈধতাদানের জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন ছিল।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু একটি নির্বাচনের জন্য এবং একটি ভোটের জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র পুনর্গঠন মেরামত এবং সংস্কারের মাধ্যমে গন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এই গণঅভ্যুত্থান হয়েছে। তাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রসংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শেষে, সরকার রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে। সেটার অধিকাংশ বাস্তবায়নের পরে তারা নির্বাচনের পথে হাঁটবেন।
নুর বলেন,বর্তমান সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে এই নির্বাচন সবচেয়ে মডেল এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে।
তিনি বলেন, এই সরকারের যে জনসমর্থন বাংলাদেশ সৃষ্টির পর থেকে একটা বিরাট জনসমর্থন রাজনৈতিক দলের বাইরে ও নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলো সরকারকে সমর্থন দিয়েছে। একটা গণঅভ্যুত্থানের পরে সংবিধান পরিবর্তন হয় এবং পূর্বের সংবিধান স্থগিত করা হয় এই জায়গায় যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে।
কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ আওয়ামী ফ্যাসিবাদীদের মত হয়ে উঠেছে। এটি মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি বলে ও গন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com