বজ্রকথা প্রতিবেদক।- বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পীরগঞ্জ, নানা অনিয়ম দূর্নীতির কাঁদাজলে ডুবতে বসেছে।
এই প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন, মোঃ মহিবুল ইসলাম।
প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে,অধ্যক্ষ মহিবুল ইসলাম এই টিটিসিতে যোগদানের পর থেকে সরকারি এই প্রতিষ্ঠানটিকে সেচ্ছাচারিতার সাম্রাজে পরিণত করেছেন। আর্থিক অনিয়মসহ নিজের খেয়াল খুশির কারখানায় পরিণত করেছেন পীরগঞ্জের টিটিসিকে।
সুত্র বলেছে, অধ্যক্ষ একটি বিশেষ দলের সমর্থক হিসেবে এখানে নিজের খেয়াল খুশিকে সামনে রেখে নানা অনিয়ম করার সুযোগকে কাজে লাগাচ্ছেন। সুত্র আরো বলেছে, শুধু মহিবুল ইসলামই নন, তার সহধর্মিনী মিসেস পান্না এই প্রতিষ্ঠানের কেউ না হলেও এখানে কর্মরত সকল স্টাফকে তার কথা মতই চলতে হয়।
এদিকে অধ্যক্ষের নানা অনিয়ম , অন্যায় আদেশের বিরোধীতা করায় ইতোমধ্যে ওই প্রতিষ্ঠানের দুই স্টাফকে নানা ভাবে হেনস্তা করা হচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে ১২ মার্চ/২৫খ্রি: বুধবার পীরগঞ্জের টিটিসিতে গেলে অধ্যক্ষ মহিবুল ইসলামকে পাওয়া যায়নি।
পর্যবেক্ষক মহল মনে করেন, টিটিসি পীরগঞ্জ রংপুরের অধ্যক্ষ মহিবুল ইসলামকে নিয়ে সম্প্রতিক সময়ে যে সব কথা বা অভিযোগ চাউড় হয়েছে তা ক্ষতিয়ে দেখা দরকার। (চলবে)
Leave a Reply