সুলতান আহমেদ সোনা ।- দরগাহ পাড়ের ডোবায় আবাদ হওয়া ধান ক্ষেতের একটা ফটো তুলে, ঘুড়ে দাড়াতেই নজড়ে পড়লো,একটি আঠারো কুড়ি বছরের যুবক, বাদরের গলায় লাগানো ছিকল ধরে হেলে দুলে এগিয়ে আসছে। বাদরটিও তার পিছে পিছে হেলে দুলে তাকে অনুস্মরণ করছে। আমিও তাদের দিকে এগিয়ে গেলাম। যুবক আমার হাতে ক্যামেরা দেখে দাঁড়িয়ে পড়লো।
তাকে আমার পরিচয় দিয়ে বললাম, আমি কি একটা ফটো তুলতে পারি? যুবক মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
এই ফাঁকে তার পরিচয় জানতে চাইলে, সে জানালো,তার নাম শাকিল,বাড়ি ঝালকাটি জেলার কালিগঞ্জে। সে আরো জানায়, তারা তিন যুবক ৩দিন হয় এই বাদর নিয়ে পীরগঞ্জে এসেছে। তারা খেলা দেখিয়ে কিছু রোজগার করার জন্য গ্রামে গ্রামে ঘুরছে। বাদর নাচানো তাদের পেশা। বেদে সম্প্রদায়ভুক্ত এই যুবক পূর্বপরুষের এই পেশাকে সংসার চালানোর জন্য বেছে নিয়েছে।
তার কাছে আরো জানতে চেয়েছিলাম, কালিগঞ্জে কতজন মানুষ পুর্বপুরুষের পেশায় নিয়োজিত আছেন, তাদের আয় রোজগার কেমন, এখন লোকজন বাদরের নাচ দেখে কি না ? দেশ সম্পর্কে তার মতামত কি ইত্যাদি।
বাদরের মাস্টার শাকিল জানিয়েছে, আগের মত আর মানুষ বাদরের নাচ দেখেতে চায় না। তার পরেও পূর্ব পুরুষের পেশা তারা ধরে আছেন। তাদের এলাকায় প্রায় হাজার খানেক মানুষ এখনো আগের পেশায় নিয়োজিত আছেন। তাদের নিজস্ব ঘর বাড়ি আছে।
দেশ সম্পর্কে আর দশ জনের মতই সেও একটা সুন্দর শান্তিপূর্ণ দেশের স্বপ্ন দেখে। সেও চায়, দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে যেন মিলে মিশে থাকতে পারে। ছবি- বজ্রকথা
Leave a Reply