দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি।-দিনাজপুরের ফুলবাড়ী২৯ বি,জি,বি বিরামপুর কাটলায় ২২ এপ্রিল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে কাটলা বিশেষ ক্যাম্প এর টহল কমান্ডার হাবিলদার মোঃ হোসেন আলী এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল-,১টি প্রাইভেট কার ১টি, মোটরসাইকেল ৫টি মোবাইল সহ-৩জনকে আটক করেন। আটকৃতরা হলেন মোহাম্মদ তমুক বারাইপাড়া (১) মোঃ সারোয়ার কবির রাফি (২৮), পিতা- মৃত আব্দুল রাজ্জাক সরকার, (২) মোঃ মুন্না মিয়া (২২), পিতা- মোঃ সাইফুল ইসলাম উভয়ের গ্রাম- ভগবানপুর, ডাকঘর- বাসুদেবপুর, থানা- পলাশবাড়ী ও জেলা-গাইবান্ধা, (৩) মোঃ বুলবুল হাসান (৩৮), পিতা- মোঃ বদিউজ্জামান, গ্রাম- উত্তর কাটলা, যাহার মূল্য -২৩,৪৩,০০০/- টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply