মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

পীরগঞ্জে বিটুলের হাতে বেলাল খুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত বিটুল নামের এক পাষন্ডের পশু কুড়ালের আঘাতে, প্রাণ গেল শিশু বেলালের ।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে,২৫  এপ্রিল/২৫খ্রি: শুক্রবার বিকালে, পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে ।
জানা গেছে, এ গ্রামের মোখলেছার রহমানের শিশু পুত্র বেলাল হোসেন (১২) বাড়ির পার্শের বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায় । এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া উক্ত স্থানে পৌঁছে শিশু বেলালের সাথে অশালীন ভাষায় কথা বলে । এক পর্যায় শিশু বেলাল ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত বিটুলের সাথে তর্কে জড়ালে ক্ষিপ্ত বিটুল তার সাথে থাকা পশু কুড়াল দিয়ে শিশু বেলালের মাথায় কোপ মারে । এতে বেলালের মাথা কেটে রক্তাক্ত হয়ে যায়, এ ঘটনার পর তার সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় । আর ওই শিশুদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় । পরে এলাকাবাসী রক্তাক্ত শিশু বেলালকে উদ্ধার করে, রিকশা ভ্যান যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে – কর্তব্যরত ডাক্তার দ্রুত শিশু বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । কিন্তু শিশু বেলাল রংপুরে পৌঁছার পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে, এ খবর জানতে পেরে – পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক, পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম সহ, পুলিশ – সেনা সদস্যের বিশেষ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে , ক্ষিপ্ত এলাকাবাসীকে শান্ত করেন এবং সন্দেহভাজন খুনি বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন ।
খুনি বিটুল, পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গা পুকুর গ্রামের আনারুল ইসলামের পুত্র। সে বেশ কিছুদিন থেকে তার নানা বাড়ী হাসারপাড়া গ্রামে বসবাস করছিলো। তার নানা নজরুল ইসলাম একজন কৃষক ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com