সুলতান আহমেদ সোনা।– ১৪৩১ সালের চৈত্র মাসে বরাবরের মত এবারও খরা ছিল। উত্তাপ ছিল, গরম ছিল, তবে আকাশে মেঘের আনাগোনা খুব একটা ছিল না। কাংখিত বৃষ্টিও হয়নি এবার,ফলে বিল ঝিল শুকিয়ে গেছে। জলের স্তর নেমে গেছে, শুকিয়ে গেছে এলাকার বড় বড় পুকুরগুলো।
দেখো গেছে ,উপজেলা পরিষদের বড় পুকুরটি শুকিয়ে গেছে , কলেজ দিঘীর তলায় ঘাস জন্মেছে, এছাড়া তালের দিঘির অবস্থাও তথৈবচ!
বিগত সময়ে উল্লেখিত পুকুরগুলোতে ভরা চৈত্রেও খানিকটা জল থাকতো কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে।
১৪৩২ সালের ভরা বৈশাখেও কাংখিত বৃষ্টির দেখা পাওয়া যায়নি।এলাকার পুকুরগুলোতে পানি না থাকায় পানির স্তরও নিচে নেমে গেছে। বাসাবাড়ির মটরগুলোতে কম পানি উঠছে। রাতে পাম্প চালিয়ে টেংকি ভরাতে খানিকটা বেশি সময় লাগছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।
আশংকা করা হচ্ছে, নিকট ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। ছবি- বজ্রকথা
Leave a Reply