সুলতান আহমেদ সোনা।– ২৭ জুন/২৫খ্রি: শুক্রবার পীরগঞ্জে প্রতি বছরের মত এবারো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় হরিবার ও পালপাড়া কাঙ্গাল হরিবাসর এর ব্যবস্থাপনায় এবং আয়োজক কমিটির সভাপতি বাবলু চন্দ্র মহন্ত ও সম্পাদক তপন চন্দ্র সাহা চৌধুরী রতন এর সার্বিক দিক নির্দেশনায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উপলক্ষ্যে এদিন সকাল থেকে শুরু হয় নানা আচার অনুষ্ঠান এবং বিকেল ৩ ঘটিকার সময় পীরগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দির প্রঙ্গণ হতে এই রথযাত্রা শুরু হয়। এতে পীরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু নারী, পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন।
পীরগঞ্জ থানার পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যগণ সুষ্ঠুভাবে এই উৎসব পালনে সহযোগিতা প্রদান করেন।
রথটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রজাপাড়ায় গিয়ে যাত্র বিরতি করে।
এখানে বলা দরকার, সম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ট হলেও অন্যান্য ধর্মের মানুষরা স্বাধীন ভাবে এখানে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করেন।
জোর দিয়ে বলতে পারি, এ দেশের মানুষরা ধর্মপ্রাণ, ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। সেই কারণে সবাই এখানে স্বাধীন ভাবে ধর্ম চর্চা করতে পারেন, করে থকেন।
বাংলাদেশে মুসলমান, সনাতনী হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ ক্ষদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা এক সাথে পাশাপাশি বসবাস করেন। এখানে কেউ কারো সাথে বৈরী আচরণ করেন না।
এখানে কেউ কারো জন্য বাধা নয়।
এখানে যেমন মুসলমানদের নামাজ পড়ার জন্য মসজিদ আছে, তেমনি সারা দেশেই হিন্দুদের পুজা অর্চনার জন্য মন্দির আছে। বৌদ্ধদের জন্য মঠ-প্যাগোড়া রয়েছে। খৃষ্টানদের জন্য রয়েছে গির্জা , চার্চ।
এখানে সকল ধর্ম মতের মানুষরা তাদের ইচ্ছে মত নিজ নিজ এলাকায় উপাসনালয় তৈরী করতে পারেন। মুসলমাদের প্রায় প্রত্যেক গ্রামে নামাজ ঘর বা মসজিদ আছে। তেমনি হিন্দু সম্প্রদাদের মানুষরা দূর্গা মন্দির, কালি মন্দির, হরিবার প্রতিষ্ঠা করেছেন।
মজার ব্যাপার হচ্ছে,এ দেশে সকল সম্প্রদায়ের মানুষরা নিজ নিজ উৎসব অনুষ্ঠানে অন্য সম্প্রদায়ের মানুষদের আমন্ত্রণ,নিমন্ত্রন করে থাকেন। খুশির বিষয় এলাকার মানুষ কিন্তু সেই আমন্ত্রণ বা নিমন্ত্রণ রক্ষা করেন। শুধু কী তাই এ দেশে বিগত সময়ে দেখা গেছে সনাতনীরা যাতে নিরাপদে দূর্গা পুজ করতে পারেন সেজন্য রাত জেগে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে।এটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।
গর্বের সাথে বলছি,এ দেশের সরকার উদার;সকল সম্প্রদায়ের সকল সদস্যদেরকে এক চোখে দেখে রাষ্ট্র।
Leave a Reply