গাইবান্ধ থেকে বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শরীরে বেঁধে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩০ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন- পাবনার ইশ্বরদী থানাধীন বহরপুর গুচ্ছগ্রামের মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৩২) ও আলামিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান করা হয়। এসময় নারী পুলিশ সদস্য দ্বারা গ্রেফতারকৃতদের শরীর তল্লাশি করে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় মোট সাড়ে ৭ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Leave a Reply