বজ্রকথা প্রতিবেদক।-০৯ আগস্ট/২৫খ্রি: শনিবার দক্ষিন এশিয়ার সাহিত্য –সংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল বিশেষ সভা বিকেল ৩ ঘটিকার সময় পীরগঞ্জের ডিএসসি হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, ডিএসসি বিজনেস টেক লিমিটেড কোম্পানীর সম্মানীত চেয়ারম্যান ও বজ্রকথা সংবাদপত্রের সভাপতি এ জে এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা।
এফসাকল ওমেন্স ফোরাম পৌর কমিটির আহবায়ক মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোছাঃ তহমীনা বেগম, জোছনা বেগম, মোজেনা বেগম, আশুরা বেগম, মোছাঃ মল্লিকা বেগম, মোছা শাপলা বেগম, হেনা বেগম, মোছাঃ নাজমিন বেগম, মোছাঃ মুন্নী, মোছাঃ গোলেস্তারা বেগম, মোছাঃ নিশাত খাতুন, মোছাঃ নাজমা বেগম, মোছাঃ শাপলা বেগম প্রমুখ।
এদিনের সভায় নতুন তিন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৯ আগস্ট/২৫ খ্রিঃ মঙ্গলবার বিকেল তিনটায় সাতগড়া গ্রামে ওমেন্স ও চাইল্ড ফোরাম সেন্টার এর উদ্বোধন, বৃক্ষ রোপন, ক্রিড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে এফসাকল এর সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply