পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ঝরনা বেগম (৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে ৬০০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, ৮৭,৬০০ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।শফিকুল ইসলাম।
দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসা ঝরনা বেগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি, গোবরা কুতুবপুর এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনা ও পুলিশ সদস্যদের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রগতি এবং এলাকার শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।
Leave a Reply