পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৩
তিন শিক্ষকের স্কুল
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।-মনে রাখবেন কথার পৃষ্ঠেই কথার জন্ম হয়। আমরাও সেই কারণে অনেক কথা বলি। আমাদের কথা অনেকেই বোঝেন, অনেকেই বোঝার চেষ্টা করেন, অনেকেই বোঝেন না!
যাক সম্প্রতি গিয়ে ছিলাম পীরগঞ্জ উপজেলার বগের বাড়ি অঞ্চলে। সেখানে একটি সুন্দর সাজানো গোছানো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের নাম“বগেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়”। আজকে এই বিদ্যালয় নিয়ে কিছু বলবো। আশা করি সাথে আছেন,সাথে থাকবেন এবং আপনারাও কিছু বলবেন!
এই ফাঁকে বলে নেই, এক সময় বগেরবাড়ী এলাকায় ব্যাপক বক(বগ) থাকলেও এখন বগা বগীর দেখা পাওয়া ভার! কারণ এক সময় সেখানে বড়দহ নামের বিশাল জলাধার ছিল, সেই জলাধারের আশে পাশে চড়ে বেড়াত ঝাকে ঝাকে বগা বগি। আশে পাশে বড় জঙ্গল ছিল, ঘন বাঁশঝাড় ছিল । বাঁশ ঝাড়ে ছিল বকদের সংসার।
এখন ভরাট হয়ে গেছে সেই জলাধার ,বন জঙ্গল উজাড় হয়ে গেছে, আগের মত বাঁশ ঝাড়ও নেই। আবাসন ধ্বংশ হওয়ার কারনেই বকরা হয়েছে দেশান্তিরী।
ও যা বলছিলাম, সরকার বগেরবাড়ী গ্রামে চমৎকার একটা দোতলা স্কুল ভবন করে দিয়েছেন, ওই ভবনে রয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা!
প্রধান শিক্ষক সুরভী আকতার চমৎকার ভাবে স্কুলটি সাজিয়েছেন। স্কুলটির পরিবেশ পরিচ্ছন্নতা, শিক্ষকদের আচার আচরণ, আপ্যায়ন, আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি।
তবে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা খানিকটা কম! শিক্ষকও মাত্র ৩ জন। শিক্ষকের কন্যা শিক্ষক সুরভী আকতার জানিয়েছেন,১৯৩০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত, বিদ্যালয়ের নম্বর-২৬। এলাকার মানুষ বিদ্যালয়টি গড়েছিলেন। সেই সময় ওই গ্রামের মেছের উদ্দিন চৌধুরী, মকলার রহমান,নুরুল ইসলাম মাস্টার, খাজা মাস্টার, আব্দুল খালেক মিয়ার দান করা জমিতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
স্কুলের খাতাপত্রে শিক্ষার্থীর সংখ্যা- ৯৫জন। শিশু শ্রেণিতে-২০জন,প্রথম শ্রেণিতে-১৪ জন, দ্বিতীয় শ্রেণিতে-১৫জন, তৃতীয় শ্রেণিতে-১৪জন, চতুর্থ শ্রেণিতে-১৫ জন, পঞ্চম শ্রেণিতে-১০জন। শিক্ষকের পদসংখ্যা ৬টি, কিন্তু আছেন মাত্র ৩জন। কর্মরত শিক্ষকরা হলেন-
১। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সুরভী আকতার এইচ এসসি,
২। সহকারী শিক্ষক মোঃ আশেকুল মাওলা এম এ
৩। খন্দকার রাব্বী হুদা এম এ।
শিক্ষকরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। তবে শিক্ষা বিভাগ শিক্ষার্থী বৃদ্ধির পাশাপাশি শিক্ষক সংখ্যা বৃদ্ধি করলে আশানুরুপ ফল লাভ হতে পারে। আমরা আশা করি ওই সুন্দর সাজানো গোছানো স্কুটিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো গেলে সরকার ও শিক্ষা বিভাগের উদ্দেশ্য সফল হবে। (চলবে)
Leave a Reply