বজ্রকথা প্রতিবেদক।– সাহিত্য –সংষ্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” (এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার) ২০১০ সালে রংপুরের পীরগঞ্জে প্রতিষ্ঠার পর হতে সাহিত্য-সংস্কৃতির চর্চা বিকাশসহ মানবতা, শান্তি, মৈত্রী, বন্ধুত্ব, ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
এই সংগঠনের উদ্যোগে পীরগঞ্জে প্রতি বছর দক্ষিন এশিয়ার সাহিত্য –সংষ্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।দেখা গেছে প্রতিবার এফসাকল এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের লেখক, কবি, সাহিত্যিক, সমাজকর্মীগণ অংশ গ্রহন করে থাকেন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ১৬ বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে।
আগামী কাল ৫ নভেম্বর/২৫খ্রিঃ বুধবার বেলা ২ ঘটিকার সময় পীরগঞ্জ মহিলা কলেজ হলে আনুষ্ঠানিক ভাবে এফসাকল-বাংলাদেশ এর ২০২৬-২৭ মেয়াদের কমিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গত ২২ অক্টোবর/২৫ খ্রি: তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সভায় এফসাকল এর সকল সদস্য/ সদস্যাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন এফসাকল বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদ।
Leave a Reply