পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
২১ ডিসেম্বর /২৫খ্রি: রবিবার বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুনবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনকে ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়েই অনুষ্ঠিত হবে।”
এর আগে তিনি মধ্যযুগের প্রখ্যাত কবি হেয়াত মামুদের কবর জিয়ারত করেন এবং ২৪-এর শহিদ আবু সাইদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply