রংপুর থেকে হারুন উর রশিদ সোহেল।- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশন আংশিক) সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির রংপুর মহানগর কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান সামু।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি আসন্ন জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
গত ২৪ ডিসেম্বর বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে তাকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে রংপুরের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। কারণ দীর্ঘদিন ধরে সামসুজ্জামান সামু রংপুরের তৃণমূল রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মাঠের রাজনীতি থেকে কেন্দ্রের আস্থা এমন টাই মনে করছেন তারা।
সামুকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করায় রংপুর মহানগর ও সদর উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উচ্ছাস- উদ্দীপনা কয়েকগুণ বেড়ে গেছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply