সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ        রংপুরে সুজনে’র বিভাগীয় মতবিনিময় পরিকল্পনা সভা  অনুষ্ঠিত পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫ দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস

গোবিন্দগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সাত মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুরের বিরামপুর থানার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা বাবু মিয়া স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) পূর্ব জগন্নাথপুর গ্রামের ফরহাদ আলীর স্ত্রী রেবেকা বেগম (২৫), দিনাজপুর কোতয়ালী থানার তাজপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে রোস্তাম আলী (২৬)। দিনাজপুরের চিরির বন্দর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে রজমান আলী (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মহেন্দ্র গাও এলাকার বাসিন্দা জুয়েল রানার স্ত্রী মুনসুরা বেগম (২৬), চাপসার গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে নুর আলম ওরফে সাধন (৩৫) ও একই গ্রামের শামসুল হকের ছেলে মেহেদী হাসান (২৫)। জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে চল্লাশি চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রীর কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে, ওইদিন রাতে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একইস্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা রাহবার এন্টার প্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, একই এলাকায় নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, মাদক কারবারিরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাসে যাত্রী বেশে লাগেজ ও শরীরে ফিটিং করে ফেনসিডিলগুলো দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দিতো। গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল উদ্ধারসহ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com