কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুও ছাগল চোরসহ বিভিন্ন অপরাধে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শামছুদ্দিন (৫১), মাছুম (২০), সাগর (২১), সাব্বির (২০), রাজু মিয়া (২০), খোকন (২১) ও তানজিম (১৮)। তাদের মধ্যে উপজেলার শিমুলিয়া গ্রামের শামছুদ্দিন আন্ত: জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য, মাইজহাটি কোনাপাড়া গ্রামের মাছুম, সাগর ও সাব্বির ছাগল চুরির সাথে জড়িত, উপজেলার মজিতপুর গ্রামের রাজু মিয়া ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার পাচালীপাড়া গ্রামের খোকন পরোয়ানাভুক্ত আসামি এবং বাগচুরকান্দি গ্রামের তানজিমকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply