নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় দিনাজপুরে কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজ শুরু হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় ও জেলা পরিষদের অর্থায়নে ৫ ডিসেম্বর শনিবার সকালে পনের লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরের কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক রাশেদ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রহমান পান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলামিয়া মাদ্রাসার মুহতামিম আলেম মো. নুর আলম এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিম এমপির সুস্থ্যতা, দীর্ঘায়ুসহ দেশ, জাতির সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ অক্টোবর কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
Leave a Reply