ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সোমবার সকালে এসএমবি সংগ্লন্ন বধ্যভূমি বেদীচত্বরে অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনের শুরুতে মহান মুক্তিযোদ্ধে হানাদার বাহিনী নির্মমতায় শহীদদের ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎসহ ভাইস চেয়ারম্যানদ্বয়,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পৌরসভার পক্ষে নবনির্বাচিত পৌর মেয়র,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলাম সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা নিবেদন শেষে বেদী চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,নবনির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান বীরবিক্রম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ,থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ অফিসার আলতাব হোসেন,পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমানসহ থানা পুলিশের একটি টিম ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, বিশিষ্ট ব্যবসায়ি রোস্তম আলী,নুহু মিয়াসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা , বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নয়নশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সকল ধরণের গুজব ও সাম্প্রাদায়িক উস্কানি বন্ধের লক্ষে প্রশাসন ও আইন শৃংখলার বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষ কে সজাগ থাকতে আহবান জানান। শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদেরসহ ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজার রহমান রাজা ।
Leave a Reply