বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সোমবার সকালে এসএমবি সংগ্লন্ন বধ্যভূমি বেদীচত্বরে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালনের শুরুতে মহান মুক্তিযোদ্ধে হানাদার বাহিনী নির্মমতায় শহীদদের ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎসহ ভাইস চেয়ারম্যানদ্বয়,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পৌরসভার পক্ষে নবনির্বাচিত পৌর মেয়র,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলাম সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ।

শ্রদ্ধা নিবেদন শেষে বেদী চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,নবনির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান বীরবিক্রম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ,থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ অফিসার আলতাব হোসেন,পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমানসহ থানা পুলিশের একটি টিম ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, বিশিষ্ট ব্যবসায়ি রোস্তম আলী,নুহু মিয়াসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা , বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নয়নশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সকল ধরণের গুজব ও সাম্প্রাদায়িক উস্কানি বন্ধের লক্ষে প্রশাসন ও আইন শৃংখলার বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষ কে সজাগ থাকতে আহবান জানান। শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদেরসহ ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজার রহমান রাজা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com