শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে আখচাষী ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।-  গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা গোবিন্দগঞ্জে উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত্ব ৬টি চিনিকলের আখমাড়াই বন্ধের সরকারি সিন্ধান্তের প্রতিবাদে মহিমাগঞ্জ চিনিকল এলাকায় বিক্ষুব্ধ আখচাষী কর্তৃক আখক্ষেতে আগুন দেয়ার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে চিনিকলে আখচাষী এবং শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল কবির, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ রংপুর চিনিকলের কর্মকর্তাবৃন্দ।

বৈঠকে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ চিনিকল আধুনিকায়নে সরকারের সিন্ধান্ত মেনে নিয়ে সুষ্ঠুভাবে আখ সরবরাহে আখচাষীদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com