নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- নাহিদ। পরিচয় একজন পথশিশু। বয়স হবে ৮ অথবা ৯ বছর। বাবা পরকালে আর মা থেকেও নেই। নতুন সঙ্গী পেয়ে তাকে ছেড়ে ঢাকায় বসবাস মায়ের। বুঝ হতে না হতেই বাবা মায়ের আদর হারা হতে হয়েছে তাকে। বলতে গেলে একেবারে এখন সে এতিম। দিনাজপুর শহরের মাতাসাগর বড় দিঘী এলাকায় একমাত্র নানীই তার ভরসা। পড়ালেখার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি অভাবের তাড়নায়। বড় ভাই সজিব দিনাজপুর রেলস্টেশন এলাকায় একটি চায়ের দোকানে কাজ করে। সেও শিশু। নাহিদের থেকে খুব একটা বড় নয় সজিব। দুই ভাই মিলে নানীর সংসারে থেকে জীবিকা নির্বাহ করছে।
প্রতিদিনের মতো শিশু নাহিদ শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকা নির্বাহে হাফ হাতা গেঞ্জি গায়ে জড়িয়ে আর খালি পায়ে হেটে হেটে দিনাজপুর শহরের আনাচে কানাচে বেলুন বিক্রি করে বেড়ায়। যা বিক্রি হয়, এর লাভের অংশ যায় নানীর সংসারে।
জানা গেছে, দিনাজপুর থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক দিনবদলের সংবাদ এর সম্পাদক মো. রেজাউল করিম সামাজিক মিডিয়া ফেসবুকে পথশিশু নাহিদের বৃত্তান্ত তুলে ধরেন। তা নজরে পড়ে দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও অন্বেষা চানাচুরের সত্ত¡াধিকারী মো. সানোয়ার হোসেন সরকারের। ব্যথিত মনে সাংবাদিক রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করে নাহিদের বিষয়ে খোঁজ খবর নেন এবং তার পাশে দাড়ানোর কথা ব্যক্ত করেন কাউন্সিলর সানোয়ার সরকার। সাংবাদিক রেজাউল সারাদিন খোঁজাখুজি করে সন্ধ্যায় পেয়ে যায় নাহিদের দেখা। খবর পেয়ে মঙ্গলবার রাতেই নাহিদকে সাথে নিয়ে দোকান থেকে ঠান্ডা নিবারণে একটি জ্যাকেট, জিন্স প্যান্ট আর জুতো কিনে পড়িয়ে দেন তার প্রায় বস্ত্রহীন শরীরে। প্রাথমিকভাবে কাপড় জুতো কিনে দিলেও পরবর্তীতে নাহিদের চাহিদা মোতাবেক ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান কাউন্সিলর সানোয়ার। এছাড়াও পড়ালেখা করতে চাইলেও তা ব্যবস্থা করবেন বলে তিনি জানান।
নতুন জামা আর জুতা পেয়ে আনন্দে উদ্বেলিত শিশু নাহিদ কেঁদে ফেলে আর বলে এত সুন্দর জামা কাপড়, জুতা এভাবে কেউ কিনে দেয় নাই।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম। তিনি জানান, এবয়সে পড়ালেখা করার কথা থাকলেও আজ নাহিদের ভাগ্য টেনে এনেছে এ পথে। শীতের সন্ধায় নাহিদের পড়নে নেই গরম বস্ত্র, পায়ে নেই জুতো। তার মত আনাচে কানাচে অনেকেই আছে যারা বিপাকে পড়ে বাধ্য হয়ে জীবন জীবিকার তাগিদে এরকম পথ বেছে নিচ্ছে। বিষয়টি বেদনাদায়ক বলে জানিয়েছেন তিনি।
কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার জানান, নাহিদের বয়সে আমারও একটি ছেলে সন্তান রয়েছে। দুই জনের মৌলিক চাহিদার বিষয়ে চিন্তা করলে হৃদয়টা কেঁপে ওঠে আমার। আল্লাহ তা’আলা যতদিন সক্ষমতা দিয়েছেন ততদিন এভাবেই নাহিদের মতো যারা আছে তাদের পাশে থাকবো, ইনশা’ আল্লাহ।
Leave a Reply