নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে সড়কে বেপরোয়া গতিতে ট্রাক্টর চলাচল করে যাচ্ছে। এসব বেপরোয়া গতিতে চলাচল করা ট্রাক্টর গুলির প্রতি নিয়ন্ত্রনে কারুর কোন নজর নাই। গ্রামীন সড়কে চলাচলের সময় ট্রাক্টরের বেপরোয়া গতি দেখে মানুষ আতংকিত হয়ে পড়ছে। তারা পথ চলতে ট্রাক্টর গুলোকে বিপদের বলে মন্তব্য করছে। এসব ট্রাক্টরে করে দিবা-রাত্রী ইট, বালু ও মাটি বহন করা হচ্ছে। সব চেয়ে বেশি বহন করা হচ্ছে মাটি। উপজেলা এলাকায় ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করেই মাটি কেটে পুকুর খননের এক প্রকার হিড়িক পড়েছে। ওই খনন করা পুকুর থেকে ট্রাক্টরগুলি মাটি বহন করে চলছে। এ কাজে তারা বেশির ভাগ গ্রামীন সড়ক ব্যবহার করে আসছে। অদক্ষ চালক দ্বারা চালিত ওই ট্রাক্টর গুলি গ্রামিন সড়কে চলাচলের কতটুকু বৈধতা আছে তাতে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে সচেতন মহলের দাবী। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
Leave a Reply