শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

রংপুরে রিকশা চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে অটোরিকশা ও ভ্যান চালকদের ধর্মঘট চলছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীর পার্কের মোড় ঈদগাহপাড়ায় পুলিশি নির্যাতনে রিকশা চালক নাজমুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর মহানগরীতে চলছে আধাবেলা অটোরিকশা ও ভ্যান চালকদের ধর্মঘট।

আজ শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে চালকরা অবস্থান নিয়ে পিকেটিং করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর শাপলা চত্বর, বাস টার্মিনাল, লালবাগ মর্ডান মোড়, সাতমাথা, জাহাজ কোম্পানী মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন অটোরিকশা ও ভ্যান শ্রমিক ও চালকরা। তারা অটোরিকশা ভ্যান আসামাত্রই সেগুলো থেকে যাত্রীদের নামিয়ে দেয়। অনেক জায়গাতেই চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে। একারণেই সকালে উঠেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসে যাওয়া ও কাজে যাওয়া যাত্রীরা।

অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে। আশরাফুল আলম ও হুমুয়ন রশীদ শাহিন নামের দুই যাত্রী জানান, আমরা ঢাকা থেকে এসে অটো পাচ্ছিনা। বৃদ্ধা মা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করে হেঁটে যাচ্ছি। ধর্মঘটের বিষয়টি জানা থাকলে আমাদের ভোগান্তিতে পড়তে হতো না। সানজিদা লিপি নামের এক যাত্রী জানান, অটোরিকশা, ভ্যান না পাওয়ায় টার্মিনাল থেকে হেঁটে যাচ্ছি স্টেশনে। সেখানে একটি গার্মেন্টস কারখানায় আমি কাজ করি। কারখানায় যেতে আমার আজকে ন্যূনতম এক ঘণ্টা দেরি হবে।

রংপুর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল কান্তি রায় জানান, নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নাজমুলকে ওই পুলিশ সদস্য ও তার পরিবারের লোকজন ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়েছে। এই মামলা আমরা মানি না। অবিলম্বে হত্যা মামলা রুজু করে হাসান তার স্ত্রী সুফিয়া বেগম সাথী এবং দালাল কাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধর্মঘট দুপুর দুইটা পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com