ফজিবর রহমান বাবু ।- কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৭ ডিসেম্বর ২০২০ রোববার বিকেলে কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ৭শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, গরীব মানুষ যাতে কোনভাবেই শীতে কষ্ট না পায় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কিছু রাজনীতিবিদ শীতে মানুষের পাশে না দাঁড়িয়ে সারাক্ষণ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন। তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ক্ষমতার লোভ পরিহার করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, কাহারোল দীপ্ত জীবন ফান্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশান আক্তার বৃষ্টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply