রাভী আহমেদ।- এটা ভোজন রসিকদের জন্য সু-খবর বলতেই হবে। কারণ ২৭ ডিসেম্বর রবিবার থেকে পীরগঞ্জের প্রসিদ্ধ রেষ্টুরেন্ট “জাফরানে” মোমো পাওয়া যাচ্ছে। রবিবার আনুষ্ঠানিক ভাবে মোমোর আসর বসেছিল জাফরানে। এ আসরে উপস্থিত ছিলেন বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, জাগোবাহে ২৪ .কম এর চেয়ারম্যান রানা জামান, বিশিষ্ঠ ব্যবসায়ী দীপক কুমার সরকার। পীরগঞ্জে এই প্রথম মজাদার মোমো খাওয়ার সুযোগ করে দিয়েছেন জাফরানের সত্ত্বাধিকারী সোহেল নুর। কলেজ রোডের জাফরান রেুষ্টুরেন্টে মাত্র ১৫০ টাকায় মোমো খাওয়ার সুযোগ পাওয়া যাবে।
Leave a Reply