দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরে পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্টের (পিইটি) সহযোগিতায় অসহায় দরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর শিশু একাডেমির হল রুমে শতাধিত অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রæপের মহাসচিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন।
সাবেক ছাত্রনেতা সৈকত পালের সঞ্চালনায় প্রধান অতিথি শিশির শীল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিব মেহনতি মানুষের কথা ভেবেছিলেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।‘
Leave a Reply