ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসা¤প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, সা¤প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসা¤প্রদায়িক বাংলাদেশ। এখানে সা¤প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। আজকে বাংলাদেশের স¤প্রীতিকে বিনষ্ট করবার জন্য একটি উগ্রবাদী ধর্মান্ধ মহল বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা ধর্মপ্রাণ মানুষকে প্রতারিত করবার চেষ্টা করছে। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার সেবাই পরম ধর্ম। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
৩০ ডিসেম্বর ২০২০ বুধবার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়মল্লিকপুর চেহেলগাজী শাহ্ সৈয়দ পাঞ্জাতন বাবা (রাহঃ) মাজার শরিফ পরিদর্শনকালে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এসময় কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, আরডিএফ পরিচালক মো. আলমাস হোসেন শেখ, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply