ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার ৭ টি উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দেওয়া হলো ২ কোটি ৩২ লাখ ৩ হাজার ৫৬১ পাঠ্যবই। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দ-উল্লাসে মাতোয়ারা হয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১ জানুয়ারী) গাইবান্ধা শহরস্থ জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন। এছাড়া জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে পাঠদান করেছেন তেমনি নতুন বই পেয়ে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বর্তমান এই সময়ে বসত বাড়িতেই লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার পরামর্শ দেন।
শিক্ষার্থী জান্নাতুল হোসনা মিমসহ আরও অনেকে জানায়, করোনাকালীন সময়ে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করেছি। নতুন বই পেয়ে আমার খুব ভাল লাগছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, প্রাথমিক স্তরে প্রাক শ্রেণি হতে ৫ ম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৬৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ ৬৬ হাজার ৯০২ জন শিক্ষার্থী’র অনুকুলে ২ কোটি ২৭ লাখ ৩ হাজার ৫ ৬১ টি বই পাওয়া গেছে।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও কারিগরি ট্রেডে ৪৩ লাখ ৬ হাজার ৯৭৯ টি বইয়ের চাহিদা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ বই পাওয়া গেছে।
এসময় জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply