বজ্রকথা ডেক্স।- ছাত্রলীগ নেতা-কর্মীদের রাজনীতিতে সৎ ও আদর্শবান হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জানুয়ারী/২১ বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন রাজনীতিবিদদের আদর্শ থাকা দরকার। সৎপথে থাকলে সবকিছু অর্জন করা যায়।
ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ভূমিকা উল্লেখ করে সংগঠনের অভিভাবক শেখ হাসিনা আরো বলেছেন, যে কোনো আন্দোলন সফল করতে সংগঠন দরকার। ছাত্রলীগ যে কোনো আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক এ মহামারীর মধ্যে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান খুনি, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, একাত্তরের গণহত্যাকারীদের ক্ষমতায় বসায়। এরা ক্ষমতাকে নিষ্কণ্টক করতেই ব্যস্ত ছিল, দেশের জন্য কিছু করার ইচ্ছাও তাদের ছিল না। বরং তাদের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল জিয়াউর রহমান সে আদর্শই ধ্বংস করতে চেয়েছিল। শুধু জিয়াউর রহমানই নয়, খালেদা জিয়াও একই কাজ করেছে।ছাত্রলীগের হাতে আমি খাতা কলম তুলে দিয়েছিলাম। কারণ খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিল, তাদের হাতে নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে। আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছে অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীর হাতে তারা অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। আমরা চেয়েছি শিক্ষা। কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। শেখ হাসিনা ছাত্রলীগের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসের কথা তুলে ধরে বলেন, আদর্শ নিয়ে নিজেকে যে গড়ে তুলতে পারবে সেই সফল হবে, আর যদি অর্থসম্পদের দিকে নজর চলে যায় সে কখনো সফল হতে পারবে না। করোনার দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের কর্মকান্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সংগঠনটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর সময় ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে। ছাত্রলীগ সব সময় অগ্রগামী দল। তারাই মানুষকে পথ দেখিয়ে এগিয়ে যায়। এ জন্য ছাত্রলীগের বয়সও আওয়ামী লীগ থেকে এক বছরের বড়, এটাও ঠিক। সে ক্ষেত্রে ছাত্রলীগ দেশের দেশের সব কর্মকান্ডে অগ্রগামী দল হিসেবেই কাজ করে। ছাত্রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, বিদ্যা বা জ্ঞান এটা এমন একটা সম্পদ যে সম্পদ কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। এ সম্পদ থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ’৭৫-পরবর্তী দুঃসময়ে ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সাফল্যে ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের দীর্ঘ ৭৩ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
Leave a Reply