ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং পরিবহন করার অপরাধে মোবাইল কোর্টে পরিচালনা করে ২ জন আটক ও ৫ লক্ষ টাকা জরিমানা ও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৪ জানুয়ারী সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন এর মোবাইল কোর্ট উপজেলার পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ড্যাম্পট্রাক ও এক্সক্যাভেটরসহ আটক ২ জনকে মোবাইল কোর্টে ৫ (পাচ) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক নাজির হোসেন জানান, অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া তিনি আরও বলেন, গতকাল পরিচালিত অভিযান শেষে জড়িত পলাতক বালুদস্যুদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply