সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে এতিম খানায় কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসাবে বিনামূল্যে বিতরণের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালরে দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর থেকে বরাদ্দ প্রাপ্ত ওই সব কম্বল ও শুকনা খাবার মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান উপজেলার ৬০ টি এতিম খানায় ৩ হাজার ৩৭ টি কম্বল ও ৬৫৮ প্যাকেট শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি শুকনা খাবারের প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি আয়োডিন যুক্ত লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম নুডুলস ও ১ কেজি সোয়াবিন তেল।
Leave a Reply