মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত পবিত্র হজ। প্রত্যেক মুসলমানের স্বপ্ন থাকে আল্লাহর ঘর পবিত্র কাবা তওয়াফের। প্রতি বছর লাখ লাখ মানুষ হজে গেলেও এবার সেটা হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক মহামারির কারণে এবার স্বল্পসংখ্যক হজযাত্রী নিয়ে সীমিত পরিসরে হজ পালনের ব্যবস্থা করেছে সৌদি সরকার । আজ বৃহস্পতিবার থেকে হজের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। এই ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক।’ যার অর্থ ‘‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’’। আজ কাবা শরিফে নতুন গিলাফও পরানো হবে। শুধু সৌদি নাগরিকদের অংশগ্রহণে এই হজ ঐতিহাসিক হয়ে থাকবে।
এবার সৌদি আরবে বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কোন মুসলমান। মহামারি করোনার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Leave a Reply