দিনাজপুর প্রতিনিধি ।- ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষ্যে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান।
২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন কমিটির আহবায়ক ও মেঘনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম স্বপ্না’র সভাপতিত্বে ও দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার শারমিন নাজ ইসলাম রুমানার সঞ্চালনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন হাসনা হেনা দুঃস্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সেহেলী আক্তার ছবি, সুরভী মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী নাজ বেগম, যমুনা মহিলা উন্নয়ন সমিতির মলিভিয়া পারলিন, সুচী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহনাজ শিউলি, পল্লী শ্রী প্রতিনিধি শামীমা পপি, ব্রাকের প্রতিনিধি অমল কুমার সরকার, র্যাফলেশিয়া মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী রুখসানা, অঞ্জলী দুঃস্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সম্পা দাস মৌ, ফ্রেন্ডস উইমেন কর্নার সংস্থার সভাপতি জেসমিন সুলতানা লিজা প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে পরিবর্তন নারী উন্নয়ন সংস্থা, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা, কালিকা পরিবার কল্যাণ কেন্দ্র রূপমা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, হরিহরপুর মহিলা ও সমাজ উন্নয়ন দল, দূরন্ত নারী উন্নয়ন সংস্থা, নীলাঞ্জনা নারী উন্নয়ন সমিতি, হাসনা হেনা দুস্থ্য মহিলা উন্নয়ন সংস্থা, উদয়ের পথে নারী উন্নয়ন সংস্থা, সুরভী মহিলা উন্নয়ন সংস্থা, ফারিহা নারী উন্নয়ন সংস্থা, বনলতা নারী উন্নয়ন সংস্থা, আপন নারী উন্নয়ন সংস্থা, দ্বীনের আলো দুস্থ্য নারী উন্নয়ন সংস্থা, এসসিডিএফ ডেমোক্রেসিওয়াচ, ব্র্যাক, পল্লীশ্রী, এমবিএসকে, জ্ঞানের আলো নারী উন্নয়ন সংস্থা, র্যাফলেশিয়া মহিলা উন্নয়ন সংস্থা, সোনালী মহিলা উন্নয়ন সংস্থা সমূহের সভাপতি/নির্বাহী পরিচালকসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
Leave a Reply