বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

আবারো ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।– ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেছিলেন।

জাতির পিতার এ কর্মসূচিকে অনুসরণ করে তারই  সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

এই  চলমান কর্মসূচীকে সামনে রেখে  ১১ জুন মঙ্গলবার   বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ  দিন ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোণা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ; এই ২৬ জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে ৮ লাখ ৬৭ হাজার ৯০৪ ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে। শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৫ লাখ ৮২ হাজার ৫৩ ভূমি ও গৃহহীন পরিবারের ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জনকে পুনর্বাসন করা হয়েছে।

শুধুমাত্র মুজিব শতবর্ষে ২ লাখ ৬৬ হাজার ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এদিন রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল,কুমেদপুর,মদনখালি,বড় আলমপুর, শানেরহাট ও চতরা ইউনিয়নের ১০২ টি ভূমি ও গৃহহীন  পরিবারের নিকট  ভুমি ও ঘরের  কাগজপত্র  হস্তান্তর করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম,  স্বাস্থ্য পঃ পঃ  অফিসার মীর হোসেন, উপজেলা কৃষি অফিসার ছাদেকুজ্জামান সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভুমি)  তকী ফয়সাল তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com