বজ্রকথা প্রতিনিধি।- কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ আগস্ট /২৪খ্রি: বুধবার দুপুর পৌনে ২টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান তিনি। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, সদস্য সচিব সহযোগী অধ্যাপক জাকির হোসেন, কমিশনার সাউফুল আজাদ প্রমুখ ।
মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন যে ইতিহাস হচ্ছে, তরুণদের আত্মত্যাগের ইতিহাস, ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমরা সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় । বুধবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না, কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, যে সকল পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে, হাসিনার মন্ত্রীসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে, বিচার শুরু হয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে, তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে ।
সাবেক মন্ত্রী বলেন, হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল আজ সমাবেশ করছে। হাসিনা শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে হাসিনা একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিল ।
Leave a Reply