ডেক্স রিপোর্ট।- সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতিকে রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন। বরিস জনসনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য দ্রুত গতিতে দু’পক্ষের মধ্যে সংলাপ হওয়া জরুরি। পুতিন এনিয়ে দু’পক্ষের মধ্যে সুস্পষ্ট আন্তর্জাতিক চুক্তি হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন।ক্রেমলিন এই খবর নিশ্চিত করেছে।
সূত্র : পার্সটুডে।
Leave a Reply