শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

ইচ্ছাশক্তি ও পরিশ্রম যে কোন কার্যক্রমকে সফল করে তোলে- নাসিব সভাপতি মির্জা নুরুল গণী শোভন সিআইপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ও এস এম ই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণী শোভন সি, আই, পি টেকইসই শিল্পায়নে আমাদের আরও সতর্ক হতে হবে উল্লেখ করে বলেছেন ইচ্ছা শক্তি ও পরিশ্রম যে কোন কার্যক্রমকে সফল করে তোলে। উদ্যোক্তাদের প্রবল ইচ্ছা ও পরিশ্রম আজ অনলাইন ব্যবসাকে সাফল্যমন্ডিত করে তুলেছে। ধীরে ধীরে এ উন্নয়নকে আরও গতিশীল করতে হলে আমাদের আরও পরিশ্রমি হতে হবে। সরকার ও ব্যাংকের সহযোগীতায় উদ্যোক্তারা একদিন দেশের শিল্পপতি হয়ে উঠবে। অর্থনৈতিক অবস্থার স্বাবলম্বি হলে দেশ উপকৃত হবে। মর্যাদা বাড়বে উদ্যোক্তাদের।

১৫ জানুয়ারী শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভা কক্ষে জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং এস এম ই ফাউন্ডেশন ও জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব-এর আয়োজনে “উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাং উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা নুরুল গণী শোভন সি, আই, পি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা নাসিবের সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সম্পা দাস মৌ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুয়ায়ুন ফারুক চৌধুরী শামীম, পরিচালক সহিদুর রহমান পাঠোয়ারী মোহন, দিনাজপুর জেলা নাসিবের সহ-সভাপতি জিনাত রহমান প্রমুখ। আলোচনা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com