পীরগঞ্জ উপজেলার মেধাবী ছাত্রী আল-সামিয়া রহমান ইমা। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ডাক্তার হওয়া। ইমা ২০২০ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিত্র-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মোট নম্বর:১২২৫ (১৩০০নম্বর এর মধ্যে)। শুধু তাই নয়, ইমা বরাবরই তার কৃতিত্বের পরিচয় দিয়েছে। জেএসসি-২০১৭ইং ও সমাপনী পরীক্ষা-২০১৪ইং -তে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
ইমা- পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিয়ার রহমান মাস্টার ও মোছাঃ সুফিয়া আকতার এর একমাত্র সন্তান। ইমা’র ইচ্ছা একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি ডাক্তার হয়ে জনগণের সেবা করা।
ইমা সকলের কাছে দোয়াপ্রার্থী।
Leave a Reply