ইশারা ভাষার উন্নয়নে চাই সমন্বিত পদক্ষেপ
লেখক- মাসুদ রানা
ভুমিকা: প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষাদিবস । এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ,”এক ভূবন এক ভাষা , চাই সার্বজনীন ইশারা ভাষা । “দেশব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি সরকারিভাবে উদযাপিত হচ্ছে।
ইশারা ভাষাকি :
ইশারা ভাষা বলতে মূলত শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিশেষ করে হাত ও বাহু নড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বুঝায়।মুখের ভাষাতে যোগাযোগ করা অসম্ভব বা অযাচিত হলে এই ভাষা ব্যবহার করা হয়।মুখের বিকৃত ভঙ্গিমা ,কাধের উঠানামা , কিংবা আঙ্গুল তাক করাকে মোটাদাগে ইশারা ভাষা বলা যেতে পারে।তবে প্রকৃত ইশারা ভাষা বলতে হাত ও আঙ্গুলের সাহায্যে সৃষ্ট সুচিন্তিত ও সুক্ষ্ন দ্যোতনা বিশিষ্ট সংকেত সমষ্টিকে বোঝায়। তবে এর সাথে মুখের অভিব্যক্তি ও যোগ হয় ।
ইশারা ভাষা কাদের জন্য জরুরী :
শ্রবণ ও বাক প্রতিবন্দী ব্যক্তিরাই মূলত প্রাথমিক ভাবে ইশারা ভাষা ব্যবহার করে । তাছাড়া অটিজম বৈশিষ্ঠ সম্পন্ন ব্যক্তি, নিউরো ডেভেলপমেন্টাল ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা ইশারা ভাষায় কথা বলতে সাচ্ছন্দ্যবোধ করে।
দেশে দেশে ইশারা ভাষা :
আর্ন্তজাতিকভাবে এই দিবসটি পালন করা শুরু হয় ১৯৫১ সালে ।সেই বছর ২৩ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্যা ডীফ গঠিত হয়ে ছিল।তবে আনুষ্ঠানিকভাবে এই দিবস পালিত হচ্ছে ২০১৮ সাল হতে । ওয়ার্ল্ড ফেডারেশন অব দি ডেফ এর সদস্য প্রতিটি রাষ্ট্র, সংগঠন এ দিবসটি উৎযাপন করে ।
বাংলাদেশে ইশারা ভাষা :
বাংলাদেশে ইশারা ভাষা দিবস আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ২০০৯ সালে । তবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ২০১২ সালে আন্ত: মন্ত্রণালয় এর সিদ্ধান্তের আলোকে । তখন হতে প্রতিবছর ৭ ফেব্রয়ারী বাংলা ইশারা ভাষাদিবস পালত হচ্ছে ।
পরিসংখ্যান :বিভিন্ন বেসরকারি পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় ৩০ লক্ষ মানুষ নানাবিধ শ্রবণ সমস্যায় আক্রান্ত । পরিবেশ দুষণ, উচ্চমাত্রার শব্দ, কলকারখানায় উচ্চশব্দ প্রভৃতি কারণে মানুষ প্রতিনিয়ত শ্রবণ সম্যসায় আক্রান্ত হচ্ছে । তবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরিপ অনুযায়ী দেশে মোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ৩৬ লক্ষ। এর মধ্যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যা৩ লক্ষ ৫০ হাজার জন।
ইশারা ভাষীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা:
বাক- শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর ৮টি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করছে।এ সকল বিদ্যালয়ে ছাত্রদের ইশারা ভাষা শিক্ষা প্রদানের পাশা পাশি সাধারণ শিক্ষা প্রদান করা হচ্ছে। মোট আসন সংখ্যা ৭২০ টি।তাছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে শ্রবণ প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিদের বিনামুল্যে শ্রবণ মাত্রা পরীক্ষা করা হচ্ছে । প্রয়োজন সাপেক্ষে হিয়ারিং এইড ও সরবরাহ করা হচ্ছে সকল কেন্দ্র হতে ।
ইশারা ভাষার উন্নয়নে চাই সমন্বিত পদক্ষেপ:
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ ও ২০১৩ সালে প্রণীত প্রতিবন্ধী ব্যক্তদের অধিকার ও সুরক্ষা আইনেও ইশারা ভাষার স্বীকৃতি , প্রমিত বাংলা ইশারা ভাষা প্রণয়ন ও উন্নয়নে প্রতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ , হাসপাতাল, আদালত থানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় বাংলা ইশারা ভাষার প্রসারে উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। তাই বাংলা ইশারা ভাষার উন্নয়নে ইশারা ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা জরুরী ।ইশারা ভাষার উন্নয়নে একটি প্রতিষ্ঠান করা হলে সেখান হতে প্রশিক্ষিত জনবল থানা, আদালত, হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয়তার নিরিখে দোভাষী হিসেবে কাজ করত পারবে । তাতে যেমন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষিত হবে তেমনিভাবে নতুন একটি কাজের ক্ষেত্র তৈরি হতেপারে ।
লেখকঃপ্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, রংপুর ।
Leave a Reply