ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। জনগণ উন্নয়নের পক্ষে আছে বলেই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনার রায় দিয়েছে। তাই উন্নয়নের স্বার্থে পৌর নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
আগামী ১৬ জানুয়ারী ২০২১ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে উপলক্ষে ২৫ ডিসেম্বর শুক্রবার শালবন কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মো. হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী মো. নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply